বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

ইচ্ছে করে জোনাক পোকার মালা
গলায় পড়ে,
বাসর গড়ি লতা পাতার ছাউনি ঘেরা
ছোট্ট ঘরে।
ইচ্ছে গুলো স্বপ্নের মতো ময়ূর
হয়ে পেখম তুলুক,
রাত্রি বেলায় স্বপ্ন গুলো আঁকড়ে ধরে
গড়ে তুলি ভালবাসার ছোট্ট নিবাস।
ভালবাসার ছোট্ট বসত গড়ে তুলিস,
ছাউনি ভেদে রাত্রি হলে জ্যোৎস্না
যেন চুইয়ে পড়ে।
ইচ্ছে করে নীল আকাশে
ছোট্ট ঘুড়ি হয়ে উড়ে বেড়াই,
নাটাই থাকুক তোর হাতে
দিক বিদিক ছুটে ছুটে ক্লান্ত হয়ে
সন্ধ্যে হলে আসবো ফিরে তোর
ভালবাসার ছোট্ট ঘরে।
মুখোমুখি থাকবো বসে নিয়ন আলোয়
হাতটি রেখে তোরই হাতে।
ইচ্ছে হলে এলো চুলে বিলি কাটিস,
চাঁদের আলো লজ্জা পেয়ে মুখ লুকিয়ে
ঝাপসা হবে।
চোখের পাতা তিরতিরিয়ে কাঁপতে থাকবে,
ঠোঁটের ছোঁয়ায় রাঙ্গিয়ে দিবি
আলতো করে অধর চুমিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন