বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

প্রতিটি মানুষ ভালবাসাকে লালন পালন করে
তার মনের মসজিদ, মন্দির ও গির্জাতে,
আমি এই প্রেমের গোপন জায়গাটা
জানতে চাই, শুনতে চাই যৌথ পৃথিবীর গল্প
সমগ্র পৃথিবীটা একটি প্রেমের বাগান
যেখানে ভালবাসার জন্ম হয় শূন্য থেকে
আর ছড়িয়ে পরে দুর দূরান্তে।
যেনতেন ভাবে নয়, ভালবাসার বিদ্যাকে
অর্জন করতে হয় অনেক সাধনা করে,
অনেক কাঠ খড় পুড়িয়ে মানুষ
হতে পারে একজন সুযোগ্য প্রেমিক।
প্রেমিক আর প্রেমিকার সম্পর্ক হয় সিমবায়োসিস,
একে অপরকে বুঝতে হয়, জানতে হয়।
তবুও কিছু প্রেমে থাকে দুর্বোধ্য নীরবতা
কিছু অদ্ভুত ধরনের লুকোচুরি,
এখানে একজন অনেক কথাই বলে যান
আর অপর জন থাকেন একদম নিশ্চুপ।
এই প্রেমের ক্ষেত্রে, 'আমি' আর 'তুমি'
শব্দ দুটি একদম উহ্য পরে থাকে।
সাধারণত, এই সম্পর্কগুলো হয় কলমের
কালির মতন, যেটার দাগ সহজে মুছে না;
আর মুছলেও তার ছাপ রয়ে যায় সর্বত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন