বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

কষ্টের ধুলো আর রিক্ততার অন্ধকারে
নিঃসঙ্গতার পৃথিবী রহস্যেই আবৃত থাকে।
জানিনা কিসের কুহক আমায় ঘোরায় প্রতি রাতে
বিভ্রান্তি প্রভুভক্ত কুকুরের মতো চাটে
ভালোবাসার শরীর।
আজকাল প্রায়ই মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়
এক অলৌকিক ছায়া টোকা দেয় বন্ধ দরজায়।
আমি ব্যস্ত হাতে দরজা খুলি
মুহুর্তে সে মিলিয়ে যায় ঝড়ের বেগে।
ঘুমে আচ্ছন্ন স্তব্ধ নীরব পৃথিবী
ঝিঁঝিঁর ডাক চাপা পড়ে কষ্টের নীচে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন