বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

স্থবিরতা আর ব্যর্থতার অন্ধকারে
সারা রাত ডুবে থাকি,
এভাবেই প্রতিটি রাত
প্রবাহিত হয় নিষ্ফল আর্তনাদে।
নিশীথে ফোটা ভালোবাসার
গুচ্ছ গুচ্ছ ভীতু স্বপ্নেরা,
আকন্ঠ ডুবে থাকে
যন্ত্রণার হীম সাদা বরফের নীচে।
মধ্যরাতে ঘুমের গভীরে
অশরীরী আত্মার গন্ধ পাই,
সমুদ্রের ভয়ঙ্কর আর্তনাদ শুনি
মরে যাওয়া নদীরমতো।
নিসর্গ প্রকৃতি চরাচরে
জীবনের সব ব্যর্থ চাওয়া,
উল্টো হয়ে ঝুলে থাকে
রক্ত চুষা বাদুরেরমতো।
দূর থেকে ভেসে আসা
অচেনা পাখির রাত জাগা কান্না,
পারদেরমতো নিঃসঙ্গ ভারী হাওয়া
পায়চারী করে আমাকে ঘিরে।
না পাওয়ার কষ্ট বুকের গভীরে
ছোবলে ছোবলে রক্তাক্ত করে,
কুরে কুরে খায়
প্রতিটি প্রহরে প্রহরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন