শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

অস্পষ্ট ভ্রষ্ট স্মৃতি,
আঁধারের আঁতুড় ঘরে,
উৎসর্গ করে সুদিন।
লুকিয়ে লুকিয়ে আর কত কাল?
অবসাদে নিভে যায় গোপন আলো।
আমার কত স্মৃতি, কতটা পথ ভ্রষ্ট?
এভাবে করেছি আমি কতকাল,
ইচ্ছেমত সময়গুলো নষ্ট।
তোমার ভালোবাসা আগলে রাখতে
তীব্র যন্ত্রণায় কাতর কৃষ্ণপক্ষের চাঁদ।
নিঃসঙ্গতার সযতনে জেগে থাকার সাধ,
আত্নঘাতী রক্তকণিকা দেখেনা কখনো মুক্ত আকাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন