বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

অদম্য ইচ্ছে গুলো এবং
অসীম আবেগকে গলা টিপে
হত্যা করেছি প্রতিক্ষার
প্রহর গুনতে গুনতেই।
প্রতীক্ষা আজ আমাকে অনেক কিছু শিখিয়েছে।
কিভাবে চোখের অশ্রু লুকিয়ে
মুখে হাসি ফোঁটাতে হয়,
সে আসবেনা জেনেও কিভাবে
অপেক্ষা করতে হয় এসবই পারি আমি।
কিভাবে বুকের রক্তক্ষরণ লুকিয়ে
হাসি মুখে জনে জনে বলতে হয়
"আমি ভালো আছি,খুব ভালো"
এসবই শিখিয়েছে প্রতিক্ষার প্রহর।
আজ তুমি-আমি এত কাছাকাছি
তবুও তোমাকে ছুঁয়ে দেখার
ইচ্ছেটাও আমি দমন করতে
শিখেছি এই প্রতীক্ষার কাছেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন