বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

দুঃস্বপ্নের ঘুন পোকাগুলো ক্রমাগত ডেকে যায়,
নিয়তি আবারও উপহাস করে
খিল খিলিয়ে হেসে উঠে।
যুবক ফের পাড়ি জমায়
ফেলে আসা স্মৃতির শহরে।
অনেক পথ পাড়ি দিয়ে,
ভুল করে কোন এক যুবক এসেছিল এই শহরে,
ক্লান্ত শরীরে, বিষণ্ণ বদনে, যুবক এসে থামে
জীবনের অন্য এক দরজায়।
নির্বাসিত নিপীড়িত ঘাত প্রতিঘাতে জর্জরিত আহত যুবকের,
অতীতের পড়ে থাকা স্মৃতিগুলো,
ফেলে আসে ছেড়ে আসা শহরে ।
নতুন জীবনের হাতছানিতে
পথভুলো যুবক পেয়েছিল
ভালোবাসা নামের অলৌকিক এক পথ।
পুরনো সব সম্পর্ক চুকে দিয়ে
মিলনের স্বপ্নে বিভোর
যুবকের নতুন মূল্যহীন জীবন।
যুবক পেল সঙ্গী,
যে অপেক্ষায় থাকে ভালোবাসার ডালা সাজিয়ে।
যুবক গাঁয়ে মেখে নেয় তাঁর কিছু পরশ।
যুবক ফুল গুনে,
যুবক পাপড়ি গুনে,
যুবক তারা গুনে,
যুবক মেঘ গুনে,
যুবক দিন গুনে, গুনে সকাল বিকাল সন্ধ্যা।
যুবক স্বপ্ন বুনে,
আকাশের মাতাল মেঘগুলো বিজলী দিয়ে যায়।
যুবকের স্বপ্নে মায়াবী শিহরণ,
স্বপ্নকামী মনে সঙ্গী তাঁর স্বপ্ন বাসরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন