মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

তৃষ্ণার হাহাকারে কেঁদে ফেরে মন
বুকের ভেতর দূর্বার কালবৈশাখী ঝড়ে
নিজেকে নিজেই ভাঙ্গি আঘাতে আঘাতে
অন্ধকার নিমজ্জিত দুঃখ রাত্রিতে।
আলোকিত জীবনের দ্বার
খুঁজতে খুঁজতে দুহাতে জড়াই অন্ধকার,
দুঃখের বোবা পাথর জীবনের দরজায় সাঁটা
আলোহীন বেঁচে থাকা।
নিষ্ঠুর বিষাদের কাঠ-ঠোকরা
খুবলে খায় জীবনের সব সঞ্চয়।
বুকের মধ্যে বৃষ্টি নামে
স্তব্ধ রাত্রি জুড়ে।
দুঃখের বলাকারা ঝাঁকে ঝাঁকে
ঝাঁপ দেয় বুকের আকাশে,
বয়ে যায় বিরহী বাতাস প্রবল প্রতাপে।
হেমন্তের মেঘ উড়ে যায় অজানায়
নিঃসীম আঁধারে ডুবে চরাচর,
কষ্টগুলি জমা রাখি ছায়ার কাছে,
চাঁদ নিভে যাওয়া রাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন