মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

টুটে যাওয়া স্বপ্নের ভেতরে কেলিতে মত্ত
সেই মরালীকে স্পষ্ট মনে আছে
যার পালকে ঝরে জল
মুক্ত দানার মত,
প্রেমের আদ্র অনুভবে জেগে থাকি
যদি তুমি আস ফের
যুথবদ্ধ জোনাকির আলোয়
অন্য কোন রুপে ।
নিধুয়া বনের সেই কামিনী কাঞ্চন
ষোড়শী কিশোরী এক
শরীরে ধরে যে স্পষ্টই রমনীর আভাস
একদা এক পূর্ণেন্দু রাতে
আমার আরক্ত করতলে
রেখেছিল সে অস্থির চুম্বন
করোটীর গভীরে চাষাবাদ করেও
তাকে আর স্মরণ করতে পারি না ।
স্বপ্নদেবীর ঘুম তবু ভাঙে না
স্বর্গের টিকিট তামাদি হয়ে যায়
অশোক তরুরা সব মরে যায়
আমার করোটীর গভীরে নেমে আসে
গোধূলীর বিষাদে ভরা অন্ধকার,
পাহাড়ী বনের সেই নির্ঝরিনী
কুয়াশা ভেদ করে ধাবমান মেঠো পথ
সব মনে আছে,
মনে আছে পূর্ণেন্দু রাত
অশোক বনের মাতাল হাওয়া,
অশ্বারোহী সেই দেবদূত
যে স্বর্গের টিকিট বিক্রি করেছিল-
সব মনে আছে
মনে নেই শুধু সেই কামিনী কাঞ্চনকে ।
তাকে ফিরে পেতে
মহাকালের পথ ধরে ধাবমান বৃক্ষের মত
বহুরাত আমি প্রার্থনায় নতজানু থেকেছি
স্বপ্নদেবীর ঘুম ভাঙানিয়া
রাতের প্রতীক্ষায়,
তবু আমি সদ্য ফোটা কুসুমের মত
ধুপের গন্ধ গায়ে মেখে
গভীর হওয়া রাতের প্রতীক্ষায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন