রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

স্বপ্ন ভেজা চোখে কষ্ট নদীর ঢেউ
আছড়ে পড়ে কূলে ।
বুক ভরা কষ্টের গন্ধরাজ
অবিরাম কষ্ট গন্ধ ছড়ায়।
তৃষ্ণার আগুনে পোড়ে দু’কূল,
দুঃখ নদী পোড়ে না।
নিকষ কালো রাতে
প্রতীক্ষার আগুনে পুড়ি।
অনন্ত কাল ধরে
ভেসে চলেছি মৃত্যু স্রোতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন