বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

মানুষ বলেই হয়তো, মানুষের চলে যাওয়া মেনে নেই,
পছন্দের জিনিষটি খুঁজে না পেলেই কষ্টে কুঁকড়ে যাই।
মানুষ বলেই, বিবেক জেগে উঠে কোন এক মধ্যাহ্নে
অবহেলীত চোখের অসহায়ত্বে প্রান কেঁদে উঠে।
আমি মানুষ বলেই, বাসনায় আমার কামাতুর দৃস্টি নুইঁয়ে আসে।
পাওয়ার লোভে চোখ চিকচিক করে উঠে।
আমি মানুষ বলেই,
মন খারাপ হয়, কষ্ট জাগে চোখের পাতায়।
ছুটে যাই নদীর পাড়, কিংবা সবুজ ঘাঁশের মাঠে।
মানুষ বলেই,
আনন্দে হাসি, না পাওয়ায় কাঁদি।
ছোট ছোট ভুলে ভেঙে পরি, শোকে মুহ্যমান হই।
আমি মানুষ বলেই, রাতের আকাশে নক্ষত্রের মেলা এত ভালো লাগে।
ঘাঁশ ফড়িং কিংবা প্রজাপতি হয়ে মন উড়ে যায় বনেবাদাড়ে।
আমি মানুষ তাই,
ভালবাসি।
মানুষ বলেই কোমলতায় কুঞ্চিত আমি।
কারো কঠিন স্বর কিংবা বন্ধুর মলিন মুখ,
বিষাদের ঝড় নামায় বুকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন