বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

উন্মনা হয়ে খুঁজেছি যারে, তার ছায়া আজ কত সহজেই প্রতিভাসিত
অথচ আমি তার নাগালের বাইরে!
শক্ত গাঁথুনিতে ঘেরা প্রাচীর – আমি পথ পাইনা খুঁজে
আমার চারপাশে খেলা করে কতশত সোনার জিঞ্জির!
তোমার স্পষ্ট আবেগী আহ্বানে নেমে এসেছিল পাণ্ডুর চাঁদ
মূক সভ্যতায় লেগেছিল মেহেদীর রঙ!
ভালবাসি, ভালবাসি তোমায় স্নিগ্ধ জলের মত
অনুভবের অনুরণনে সুশোভিত করে রেখেছি সাদাকালো মন
নির্মল মরনেও ভাসবে প্রদীপ—ভাসাবো প্রদীপ
শুধু ভালবাসার আলিঙ্গনে –হোকনা মিলনে‘র আশা যতই ক্ষীণ!
আহা জীবন!
সুখান্বেষণ করতে করতে, সায়ংকালে তোমার সান্নিধ্য বুঝি পেয়েই গেলাম!
কিন্তু প্রহরীর চোখ ফাঁকি দেই কি করে! পাথুরিয়া মন যে তার!
বৈষম্যের টানাপোড়েনে প্রেমের প্রানশিখা বুঝি এভাবেই নিভে যায়!
পরাস্ত নাবিক হয়তবা নোঙ্গর ফেলবেনা আর কোন বন্দরে
রোদের ঝিলিক মিশে যাবে হয়ত খেয়ালি মেঘের আড়ালে!
তাতে কি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন