মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

তবু প্রতিনিয়ত চলে দৈন্দদিন আচার
সব লেনা-দেনা,চাওয়া-পাওয়া,
বুকের ভেতর এক আজন্ম গোপন স্বত্বা
কেবলই আর্তনাদ করে।
কান্নার জলে ভাসিয়ে দিয়ে যাবতীয় সুখ
নিজের সাথে নিজেই যুজি প্রতিটি সন্ধ্যায়
কষ্টের মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে দু’চোখ বেয়ে।
বুকের ভেতর গোপন মন্থন খেলা করে
কষ্টের পায়রা ডানা ঝাপটায় বৃষ্টি চায়,অনেক বৃষ্টি।
আকণ্ঠ তৃষ্ণা নিয়ে জেগে থাকি
সুখের সাগরে জীবনের স্নান হয়না।
ফিরে ফিরে খুঁজি সেই দিনগুলি
যা হারিয়েছি জীবনের প্রথম প্রহরে।
সময়ের নিষ্ঠুর স্রোতে ভাসতে ভাসতে
আজ আকন্ঠ ডুবে আছি ভয়ঙ্কর স্থবিরতায়
এ থেকে যেন মুক্তি নেই।
দু’চোখের তীরে নুহের প্লাবণ
বুকের নিভৃত প্রকোষ্টে তীর ভাঙ্গা নদীর গর্জন,
কালবৈশেখির ঝড় নীরবে সব কিছু লন্ড-ভন্ড করে
সমাজের অলিখিত নিয়মের বেড়াজাল
পরগাছারমতো সমস্ত শরীরে বেড়ে উঠে,
ভেতরে নীরবে কাঁদি প্রকৃতিরমতো।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন