বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

কোন সে স্রোত ভাসিয়ে নিয়ে যায় জানো কি তুমি?
বন্ধনহীন কোন সে বাঁধন ? অদৃশ্য কোনও সুতো,
ভালোবাসার দীর্ঘ,সুক্ষ ,রঙিন সুতো ।
হঠাৎ উঠলে ঝড় ,জানালা বন্ধ করার আগে
দমকা হাওয়ায় তোমার ঘরে ঢুকে পড়ে যে চূর্ণ,
কিছুটা তার ধুলো বালি , কিছুটা আমি,
কোনও একেলা দুপুরে দুরের বাশির সুরে উদাস হও তুমি,
সে বাঁশি কে বাঁজায় জানি তা আমি,
রাতের বিছানায় খড় কুটোর মতো ভেসে যাও তুমি ,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন