বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

সদ্যজাত খোঁচা খোঁচা দাড়ি: ভীষণ অগোছালো
শেভিং ক্রীমের স্পর্শে, রেজারের স্পর্শে পায় অনুপম সুখ
উদ্বিগ্ন মনে উতলা বালিকার চাঁদের ন্যায় মুখ
মরিচা ধরে প্রেমে,ক্ষুধিত কান্নার করুণ আর্তনাদে
থমকে গ্যাছে জীবনের গতি,পালে লাগে না হাওয়া
ধুত্তোরি,তার চেয়ে ভালো ঝাঁপ দিয়ে মরে যাওয়া

ধুত্তোরি,কিছুই লাগে না ভালো
কী যে কলিযুগ এলো?
ফুল ধরেছে গুটিকয়েক পাশের বাড়ির টবে
গাছের পাতা ঝরে পড়ে,ডালপালা মরে জ্বালানী কাঠ
সবকছু যেন ঝড়ে পড়ে যায়,
মেঘবালিকার স্বপ্নগুলো মরে যায়
শশ্মানের চিতায় পুড়ে জীবনের ইচ্ছাগুলো
ভেজাধূলো উড়ে যায়,
স্মৃতির এ্যালবাম জানিয়ে দেয় ভুলগুলো
আলো নেই,শীতের বিকেলে সূর্য লুকালো
কুয়াশার আস্তরণে ঠাণ্ডা লাগে,গ্রীষ্মকালই ভালো
পেটে মাল নেই, অভাবে পাঁজরে থ্যাৎলানো দেহ
পাথর দিয়ে বেঁধে রাখি মৌলিক ইচ্ছাগুলো
থমকে যাই:খেতে পাই না কিছু, গায়ে লাগে হাওয়া
ধুত্তোরি, তার চেয়ে ভালো লজ্জার দাবদাহে মরে যাওয়া।
দুঃখের অশ্রু বিন্দু বিন্দু গড়িয়ে পড়ে মাটিতে
ভেজা ধূলো উড়ে যায় বহুদূরে উদ্দাম বুনো হাওয়ায়
এদিকে,একটি বিড়াল বিশ্রাম নিচ্ছে পাশের বাড়ির ছাদে
প্রকৃতি দুঃখ পাবে ক্ষুধিত কান্নার করুণ আর্তনাদে
টেবিলের উপর পড়ে থাকা ঘড়ি একটানা বেজে যায়
শ্যাওলা জন্মেছে বাড়ির চারপাশের দেয়ালে
এলোমেলো ভাবনাগুলো কিংকর্তব্যবিমূঢ়
উতলা বালিকার দৃষ্টির তাপদাহে পুড়ে যায় ইস্পাত মন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন