মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

আকণ্ঠ আপেক্ষার দহনে পুড়ছি
নিঃসঙ্গ একা জীবনে।
কোন ঝড় ছিলো না
তবু এই অবেলায় নীরবে ঝরে পড়া।
একদিন ছিলো অনেক কিছুই
আজ কিছুই নেই,
সূর্য কিংবা কমলা রঙা রোদ,
সবুজ পাতর বুকে
রোদ ঝলমল সতেজ সকাল।
আজ অনেক কিছুই মুছে গেছে
নতুনের ভীড়ে নির্বাসিত হয়েছে
পুরাতন সব স্মৃতির জোনাকী,
আমি আছি তেমনি ঝরা পাতার কান্না
বুকের ভেতর আগুন রঙের দুঃখ পুষে।
গাছের ডালে পাখির গান নেই,
আমি আজ এক হলুদ ঝরা পাতা
বুক জুড়ে তপ্ত বালু,
মলিন বিবর্ণ পালক দু’একটা মরা ভ্রমর
আর নিষিদ্ধ কীটের বাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন