বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

ক্রমাগতো তোমাকে কেন্দ্র করে
বৃত্তাবদ্ধে ঘুরতে থাকে আমার দুরবর্তী
নক্ষত্রপঞ্জী ভালোবাসারা;
তোমার বাঁকা চোখের কাছে
কত নদী শুনিয়ে গেছে দুঃখের গাঁথা;
তবু তোমার মাঝেই ডুবেছি ভেসেছি;
খেলেছি
অতল জলের প্রেম খেলা।

শরতের যে আদল আমায় আসমান দেখায়
সে তুমি;
তোমার মাঝেই শারদীয় কাশফুল হয়ে
ফুটে থাকে দেবী দুর্গা;
তার সকল শুভ্রতা নিয়ে তুমি আমার।
তোমার চোখের অবেলা রোদের মত দৃষ্টি
আমাকে কাছে ডেকে বলে
তুমি আমার,
আয়নায় চকচকে তোমার যে কামিনী প্রতিবিম্ব
সে আমার;,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন