রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

তুমি আজ সত্যি সত্যি স্বপ্ন-মরিচিকা,
আমার দিক্ ভ্রম জীবনে।
শূন্যতার বুকে মুখ রেখে
গভীর অন্ধকারে নিমজ্জিত
গোধূলীর শেষ আলোক রশ্মি আমি।
তুমি আজ আলোকিত
অন্য কোন গ্রহে ।
রিক্ততার দহনে আকন্ঠ ডুবে থাকি
বিষণ্ণতার জ্বলন্ত হৃদঅনলে।
এখানে সূর্য নেই,চন্দ্র নেই,দিন-রাত্রি নেই,
কেবল অন্ধকার আর অন্ধকার।
মৃত্যুর ক্ষুধার্ত ঈগল ডানা মেলে
উড়ে আকাশ জুড়ে,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন