বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

ধূসর স্মৃতিগুলোকেই বারে বারে স্মরি,
শুধুই মিছে মায়াজাল রোমন্থন করি।
শত ভাবনা মনের গহীনে দিয়ে ঠাঁই,
নিত্য-নতুন স্বপ্নের জাল বুনে যাই।
আশা-নিরাশা দোলাচলে সাহসই পুঁজি
মিথ্যে বিসর্জন দিয়ে সত্য নিয়েছি খুঁজি।
কন্টকময় পথের আমি অজানা পথিক,
জানি, স্রষ্টাই দেখাবেন সর্বোত্তম দিক।
বিমূর্ত এ রাতে জানালার কার্নিশ ধরি,
সময়ক্ষেপনে তোয়াক্কা আজ নাহি করি।
চকিতে সেই প্রিয় মুখগুলো চোখে ভাসে,
ভুলতে গিয়েও আবার ফিরে ফিরে আসে।
রাতের নিস্তব্ধতাই এখন প্রিয় সাথী,
অন্ধকারের নির্জনতাকে তনুতে মাখি।
নির্ঘুম লোচন এর ঝাপসা শুন্য দৃষ্টি
ভীত-সন্ত্রস্থ আমি, এই বুঝি ঝরে বৃষ্টি।
ক্ষনিকের ভাবনাকে ঠেলে দূর কর’ত
নিজেকে উজ্জীবিত করতে নিজেই রত,
অসাধ্য ঠেকে, দুর্বোধ্য সব, শুধু নিরাশা
মুক্তি কি তবে নেই ললাটে? সব দূরাশা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন