রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

সময়ের পরিক্রমা অলি ফিরে আসে
জানি আমি বন্যার মতো ছুঁতে পারি না
তবু ইচ্ছে করে রুমির ছন্দে
আমি বাঙ্গাল কবিতা লিখি
গাঁজার ধোঁয়া উড়ে ঙ ঢঙে
কথাবলি শব্দ হয় না যেন চুপকথা।

অনিমেষ চেয়ে আছি
গোধূলির আবীর মেখে
দুরন্ত ঘোড়ার গতি নেই
চলি শামুকের মতো।
স্বপনের কারিগরের মতো
মুক্তচিন্তা কর।
মুসার মতো জ্বলতে দেখিনি তুর পাহাড়
তবু ইচ্ছে করে দেবের মতো
কান্না জড়িয়ে বন্ধুর খোঁজ নেই
রিপার কবিতায় জটিল ছন্দ হয়ে
সহজ কথায় বলে দেব
আমি কাশফুলের চারণক্ষেত্র
তুমি হাহা করে হেসে উঠো না।
ইচ্ছে করে নিভৃত স্বপ্নচারী হয়ে
মহুয়ার খোঁজে নদের চাঁদ
অদৃশ্য বিদ্রোহী হই চে’র ক্ষিপ্রতায়
হিমু হয়ে খুঁজি বৃন্দবাসি বৈকুণ্ঠকে,
আমি দেখেছি তাকে বনলতার
খাঁচার ভেতর অচিন পাখী হয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন