মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

কলেজ ক্যান্টিন আজো আছে,আছে লাইব্রেরী
শুধু নেই তুমি,আমি তো তোমার আগেই বিতাড়িত
সেটা কী আবেগের বশে নাকি ভাগ্যদোষে
আজো তার এক্সরে রিপোর্ট পৌঁছায়নি আমার হাতে
মনে নেই, শেষ কবে দেখা হয়েছিল তোমার সাথে?
তোমাকে খুঁজতে আমি যাই নি কোনদিন ক্যাম্পাসে
কোথায় আছো ফালগুনী? বিক্ষুব্ধ এদেশে নাকি পরবাসে?
শেষবারে তুমি চেয়েছিলে আমার ঠিকানা,আমি তো চাই নি
এরপরে জুটেছে বহু শুভাকাঙ্খী,তোমার মত কাউকে পাই নি
মুখ ফুটে তোমায় কোনদিন বলিনি, তুমি আমার প্রিয়তমা
অশান্ত মনে ঢেউ খেলে যায়; ভালো থেকো, ফালগুনী।
শেষ কবে দেখা হয়েছিল মনে নেই
স্মৃতিগুলো নাড়া দেয় আজো
কোথায় পড়ছো এখন:বুয়েট নাকি ভার্সিটি?
লিজার সাথেও যোগাযোগ নেই বহুদিন
সময়টা চলে যায় বড় দ্রুত, কেমন আছো তুমি ফালগুনী?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন