বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

ফালগুনী, বল না-
কোন পাহাড়ের বুক চিরে
তুমি এলে?
কোন ভাগ্যবান তৃষিত পথিক
তোমার তনুতলে বসে
মেটাবে তৃষ্ণা
স্বচ্ছ সুশীতল জলে?
ফালগুনী, বল না,
কোন পাহাড়ের বুক চিরে
তুমি এলে।
ফালগুনী, চির যৌবনা,
কোন মহাসাগরের সঙ্গে
মিলন স্বপ্নে
তুমি বয়ে যাও
পর্বতের পাদদেশে
বনান্ত ঘেঁষে ঘেঁষে
কুলু কুলু রবে,
নৃত্যের তালে তালে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন