বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

পথের তৃষ্ণায় এক ফোঁটা জল হও
ক্রমাগত স্বপ্ন জালে তোমায় বুনবো
ব্যস্ত মাকড়সারমতো।
এক বার ভালোবাসি বলো
সব দুঃখ মুছে দেবো
এক ব্যথ্যা-ভুলানো ঠাণ্ডা হাওয়ায়
নিয়ে যাবো মেঘলোকে।
ভালোবেসে হাত ধরো
তোমাকে ফোটাবো চাঁদেরমতো
অসংখ্য তারার ভীড়ে
নৈঃস্বর্গের গাঢ় মগ্নতায়।
পথ ভালোবেসে কথা দাও
তুলে নিবো গন্তব্যে
পৌঁছে দেবো ভালোবাসার স্বর্গোদ্যানে।
পরম মমতায় ভালোবেসে ছুঁয়ে দাও
তোমাকে বুনবো
গুচ্ছ গুচ্ছ মেঘে ডাকা রুপোলী তারায়।
বুকের ভেতর ঝর্ণা হও
তোমাকে বইয়ে নেবো পাথর কেটে কেটে
বুকের রক্তের জলে ধুয়ে।
শুধু এক বার পাশে এসে দাঁড়াও
ভৌতিক আঁধার শুষে নেবো
আলোকিত সূর্য হয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন