শনিবার, ২ জুলাই, ২০১৬

আর নীল সাগরের কাছে যেও না,
ওখানে আমি নেই,
ওখানে আমি আর আসব না।
তুমি যা বলেছিলে, তাই তো করেছিলাম
হাড় কাঁপানো ঠাণ্ডা শীতের রাতে
উদোম হয় কুয়াশা কুড়িয়েছিলাম,
তোমার গায়ে মাখব বলে,
ভোরের সূর্য থেকে তাপ এনে তোমাকে দিয়েছিলাম,
তোমাকে উষ্ণ করব বলে,
সৈকতের বিস্তীর্ণ বালি থেকে
শামুক কুড়িয়ে মালা গেথেছিলাম
তোমাকে পড়াব বলে,
নীল সমুদ্র থেকে ঢেউ তুলতে গিয়েছিলাম,
তোমাকে ঢাকব বলে
ঢেউ এর সাথে যুদ্ধ করতে করতে এবার আর ফিরতে পারিনি
সবাই আমাকে তুলে এনেছিল।
ও টুকু পারি নি বলে
ক্ষমা করে দিও আজীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন