রবিবার, ৩ জুলাই, ২০১৬

আমি জানি তোমার গর্ভে বিকাশ আমার
আমি-ই তোমার সম্ভ্রম হরণকারী, আমি-ই যুগিয়েছি
তোমার লজ্জা নিবারণের কাপড়...
তুমি একা পূর্ণ হ'তে চাও - হওনা
আমায় দোষারোপ ক'রে সুখী হ'তে চাও হওনা
তুমি আমাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারো ।

তুমি নারী হ'তে চাইছো, এ কেমন চাওয়া
আমি কি তবে পুরুষ হ'তে চাইবো !
চাওয়া - পাওয়ায় যুক্তিহীন হ'চ্ছো না তো !
আমি লজ্জিত নই, আমি পুরুষ...
তুমি কি লজ্জিত হবে প্রকৃতি উপেক্ষা ক'রে...
এসো মানুষ ভাবি নিজেকে
এসো পাল্টাই সমাজ, পাল্টাবে তুমি
পাল্টাবো আমিও...
সমাজ বদল - এর মিছিলে এসো আমার সব
অত্নীয় অনাত্বীয় ও সব বন্ধুস্বজন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন