শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

কোণে জমে থাকা দুই ফোটা জল নিয়ে,
তারায় তারায় খচিত আকাশ
বিলিয়ে দেয় নিরবতা দিগন্তের শেষ প্রান্তেও,
শুধু জেগে থাকে সঙ্গিহীন আমার
এই নির্বাক কবিতা...!!!
স্মৃতির মেঠোপথ ধরে মন আজ ফিরে চায়
জানা অজানায় খুঁজে মরে সেই বিসর্জিত প্রেম,
সবশেষে কাব্যের ব্যাঞ্জনায় এসে
মাথা কুড়ে মরে শব্দের দুহাত ধরে অনন্ত!
ঘুমহারা রাতের বিষণ্ণতায় চেয়ে থাকে
অভিমানী নির্বাক দুচোখ
সেই সবুজের সীমানায়-
কুঞ্জবনে ছায়াবীথির শীতল ছায়ে
অবচেতনে মন এসে থমকে দাঁড়ায়,
এ নয় কোনো আবেগের আকুলতা
নয় কোনো ক্ষণিকের ব্যাকুলতা
শুধু হৃদয়ের অন্তরীক্ষে জেগে ওঠা
হারিয়ে যাওয়া এক টুকরো ভালোবাসার
অহেতুক উষ্ণ অভিবাদন!
শেষবার সেই শ্রাবনের কোনো এক রাতে
দেখা হয়েছিলো এই দুজনাতে,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন