মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬


প্রবল প্রতাপান্বিত, প্রত্ন মহিমান্বিত, এ চারণভূমি
স্বপ্ন খন্ডিত, সবুজ নিঃশেষিত কল্প বোধিদ্রূমী
ঠারেঠোরে বারেবারে মায়াঘেরা সংসারে
অপ্রাপ্তির বেদনা অতর্কিতে ঘেরে
জীর্ণ ব্যপিত জীবন ব্যথা
কত কথা! কথকতা
তিক্ততা রিক্ততা
মলিনতা
প্র
শ্ন
চি
হ্ন
দ্বারে
আমারে
স্মৃতির ভীড়ে
তিন ভুবনের পাড়ে !
এবং কখনো কি তোমারে ?
শুকনো গোলাপ পাপড়ি, বিলম্বিত লয়
গুটি গুটি পথ চলে, থমকে দাঁড়িয়েছে সময়
ঝরাপাতা প্রাণ, ধুলিধুসর ! ঘুসঘুসে জ্বর ! ব্যাধি সঞ্চয়
অপাত্রে দান, ঋণ জর্জর ! প্রেম স্বার্থনির্ভর ! আত্মা অবক্ষয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন