বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

কথা যত ছিলো বাকি
হারানো হৃদয় মাঝে
প্রেমময় মাখামাখি
আকাশের সব গলিময়,
যেটুকু নিজের কথা
উষ্ণতায় বাষ্প হয়ে ওড়ে
গড়ে মিনার মেঘ নির্জনে
জলকুসুম পদ্ম আমার
নিজেকেই চূর্ণ-কীর্ণ করে।
সৃজনভূমি ঘিরে শোক
পাপড়িরা লাবণ্যহারা
উথাল পাথাল হারায়।
তাকেই জাপটে ধরে বলি
প্রিযতমানেষু, হে আমার আত্তারআত্বীয়
পুষে রাখা ভাষা এতকাল
ভেঙে ভেঙে ভাসাবো জলে।
যে জলে ঢেলেছি তর্পিত বারি
ভালবাসার সব মোহ-ধুলো
গ্রহণের চাঁদ শোন,
তাকেই আপন করে চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন