সোমবার, ২৫ জুলাই, ২০১৬

তোমার গন্ধ শুকে কাটিয়ে দিতে পারি সুদীর্ঘ রাত
বিশুদ্ধতায় পাড়ি দিতে পারি সুদীর্ঘ পথ।
আর অপেক্ষা নয়,
আকাশ কাঁদছে আজ সব অশ্রু দিয়ে,
এই বরষায়।
তোমার সমস্ত শরীরে উছলে পড়া
অবাধ্য জোয়ারের বিচিত্রতায়
সূর্য কাঁপছে, নীল আকাশ কাঁদছে।
চাঁদ ফেটে জানিয়ে দিচ্ছে পূর্ণিমার অস্তিত্ব;
জ্যোৎস্নার লাগামহীন জোয়ারে
ভেসে যাচ্ছে প্রকৃতি।
আর আমার শুন্য বুকে শ্বাসের ঘাটতি।
নীলাভ আকাশ ফেটে অঝোর ধারায় ঝরছে
নীল বাতাসের জঞ্জাল দূরে সরিয়ে,
গুনে গুনে শ্বাস নিচ্ছে খরা পীড়িত হাওড় বিল
হৃদয়টা আমার আস্তে আস্তে হয়ে যাচ্ছে মলিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন