মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

আমি আনন্দ খুঁজি নিরালায় ,দুঃখ খুঁজি ভিড়ে,
আমি ভূবন ঘুরে শান্তি পাই আপন জীর্ণ নীড়ে ।
আমার সকাল কাটে রাতের আশায়, রাতের স্বপ্ন ভোর,
আমার না হয় দেখা নতুন দিন ,কুয়াশায় চরাচর ।
আমার জানার মাঝেও অজানা দেখায় রক্ত চোখ,
আমার জ্ঞানের থেকে অজ্ঞানতা মাথায় চাপায় রোখ ।
আমার আপন থেকে পরের কথা বাজায় মনে বিন,
আমি জাগার থেকে ঘুমের ভেতর আপনাতে লিন ।
আমার যা আছে তা থাকে পড়ে, যা নেই তা খুঁজি,
আমি আয়ের থেকেও ওড়াই বেশি সকল কষ্ট পুঁজি ।
আমার কি যেন নেই দিনরাত মনে বেঁধায় কাঁটা,
আমার সুখের ঘরে দুঃখ নোটিস আজন্ম সাঁটা ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন