রবিবার, ১০ জুলাই, ২০১৬

কবিতার পিছনে পিছনে হারিয়ে যাওয়ার হাতছানি।
আমি দৌড়ই, পিছনে পিছনেই...
ছুঁতে পারিনা কোনদিন।
বেহাগী আবেশে খোলা মাঠে কতদিন দৌড়েও
খুঁজে পাইনি হাসনুহানার গন্ধ,
আজ তুমি কত সহজেই
আমাকে সে শব্দের সন্ধান দিলে।
বুকের ভিতর ধকধক করতে করতে
হৃৎপিণ্ডটা চমকে উঠলেই বলতে,
আমাকে এত ভালবাসলে কেন ?
উত্তর দিইনি কোনদিন,
তবে জেনেছি,
কবিতার মত তুমিও অধরা ছিলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন