রবিবার, ১০ জুলাই, ২০১৬

জলন্ত অগ্নিকুন্ড মনে করে
মনটাকে নিজেই দুহাতে চেপে ধরেছি
অগ্নিকুন্ড তার ধর্ম বজায় রাখতেই
দাউদাউ করে জ্বলে প্রতিনিয়ত
কবে কোনদিন কিভাবে কেমন করে
মন পুড়ে ছারখার হয়ে গেছে
তার হিসেব কষেছি হৃদয়ের কষাঘাতে
অগ্নিকুন্ড হেসে হেসে তাতে গ্রহণ লাগিয়ে দিল।
আমি তো সেই অগ্নিকুন্ড রঙা মন কে
আমার কক্ষপথে আবর্তিত করেছি
অগ্নিকুন্ডটা নিস্স্রষ্ঠুরতা দেখিয়ে বলে
" আমি পুরুষ নই নারী নই
আমি মনের দ্বারে আগুন জ্বালি
মন না পোড়ে পোড়ার আনন্দে"।
আমি সেই ভয়ংকর খেলায় মেতে উঠেছি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন