শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

রাতভর হিমে যন্ত্রণানীল সেতারে
আর কত বাঁধবি রাগিনী আলাপ...!
কান্না গোপনের রাত কম্বলে আর -
কত ঢাকবি চোখ মনসা পাতার কাজলে !!!
তাকিয়ে দ্যাখ্ - শূণ্যবাদের কাগজে
নক্সা কাটছে দেউলিয়া মন।...
বিরহের আর্তনাদে সুর বুনছে
দশমিক শূন্যবাদ !!!

আর কত রাত্রি পুড়িয়ে
ভোর শীতের লেপ-বালিশে
ধার করবি ওম্ উষ্ণতা !!!
তাকিয়ে দ্যাখ্- রাতশিশির এখনও গল্প বলে
সংগোপনে রাতের কানে কানে ;
রাতভোরে কোকিল উঠলে ডেকে,
শুকতারা খুঁজে আনি
বিপন্ন নয়নে...
তুই তোরই থাক... আমি হই সাজিমাটি ;
রাত ভোর হয়ে যাক...
আয় খেলি -
শূন্য হৃদয়ের লুটোপুটি !!!
আগের মতোই ভরাট চোখের ছায়া দেখিস-
তোর লাল চেলির ভাবনায় ?
নাকি ঢেকে রেখে নিঃস্বতা -
খুঁজিস নিজেকে ঘুমহীন কল্পনায় ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন