বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

দু:খ যত ছিলো সমতলে
ছায়া ছায়া তাকেও জড়ালে পাহাড়
যে রাত্রিকে প্রিয় বলে
টেনেছি জোছনা দাঁড়
মানসাই জলে
কী করে ফেরাবো তাকে
হৃদয়ে রেখে এতকাল !
আবেগে পূর্ণ নৌকো
স্মৃতির মিছিলে ভাসে বিষাদের বেলা
দিয়েছো অমৃত জল
নদীঢেউ হে আমার—
রোদ্দুর অমল।
আতঙ্কে স্বজনের বাড়ি
তারস্বরে গলাভাঙে কাক
এবার মরবি নদী—
প্রলয় পেড়েছে জোরে হাঁক
সতর্কিত উপকূল—
ঘনজঙ্গলে ভয়
আতঙ্ক-ঠোঁটে পাখিরাও ছোটে
সম্পর্কে আমাদের কেউ হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন