সোমবার, ৪ জুলাই, ২০১৬

সোনার মূর্তি ভেবে যেখানে যেখানে স্পর্শ করেছি
সহস্র ধারা ঝরনার মত রক্ত - নদী বয়ে গেছে
কত দিন শুধু একা আয়নায় মুখ দেখা শিক্ষিত বেশে
এবার তাকেও দিয়েছি সবুজ রঙা এক খণ্ড মুক্তি ।
বিষবৃক্ষ ঝুলিয়ে রেখেছে গোটা চাঁদকে
লোভাতুর হয়ে জো্যৎস্না পাড়তে পারো
তারপর আর কতটা জীবনের দৈঘ্য বাকি থাকে?
লজ্জাহীন হলে সারা পৃথিবীটাই গোপন সুড়ঙ্গ ।
শিরায় শিরায় সোনার মূর্তির অবিরাম চলাচল
তবু স্তন বৃন্তে মধু লোভীর আদিম নিষ্ঠুরতা
স্বর্ণ কমল প্লেটোনিক পাতে মোড়া প্রেম চেয়েছিল
স্বেচ্ছায় জলে ফেলে দিল তার সোনার মূর্তি, অকালে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন