মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

তুমি আমাকে আকার দাও
আমি রূপ পাল্টাই।
আমি তোমাকে ভালোবাসা দিই
এই সবকিছুর বিনিময়ে নয়,
নিজের বিনিময়ে।
নিজেকে সপে দিই তোমার পানে, তোমার হাতে।
আমি জানি, তুমি তাঁর চেয়েও উত্তাল হও,
যখন আমার সাথে তুমি প্রকৃতি দেখ।
আমার দু’চোখ নিয়ে গেল তোমার দু’চোখ!
তুমি পথ দেখালে আমি পথিক হই,
তুমি সাহস দিলে আমি বীর হই,
তুমি কাব্য দিলে আমি কবি হই,
তুমি সুর দিলে আমি গায়ক হই,
তুমি ছোঁয়া দিলে আমি জাগ্রত হই,
তুমি আলো দিলে আমি সকাল হই,
তুমি ছায়া দিলে আমি শীতল হই,
তুমি রাত দিলে আমি জোনাকি হই,
সকালে, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত্রি
আকাশে থাকুক যত মেঘ,
সাগরের যত থাকুক উত্তাল ঢেউ,
বাতাস যত থাকুক মাতাল,
ভালোবাসার ভালোবাসা পেয়ে,
তুমি যখনই আস ফুলের মতন,
বাতাসে ওড়ায়ে তোমার আঁচল,
কাজল কালো দু’চোখের পাপড়ি মেলে দিয়ে
দীর্ঘ এক নিঃশ্বাসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন