শনিবার, ২৩ জুলাই, ২০১৬

আছো ভালো সুখের আলো,
তোমার ঘরটা জুড়ে।
আসেনি ফাগুন তুষের আগুন,
আমার মনটা পুড়ে।
নামি বাড়ী দামী গাড়ী,
স্বামী-সন্তান-সুখ।
জগৎপিতা- বৃদ্ধবনিতা,
তোমালাগি উন্মুখ।
প্রশ্ন করি না তাই বলে কি,
প্রশ্ন নেইতো কোন।
তোমার স্বভাব না দেয়া জবাব,
তবুও একটু শুনো।
আসনি ঘরে জিদের ঘোরে,
গড়েছো নতুন বাস।
তোমার কারণে প্রেমের তাড়নে,
আমার এ সর্বনাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন