রবিবার, ১০ জুলাই, ২০১৬

মনের অভিসন্ধি বুঝতে বুঝতে আর কত বিবেক খুন করব?
হে সভ্য সমাজ, তোমাকে বুঝতে পারিনি,
বুঝি না, কোন কালে বুঝব? তা জানি না।
সভ্যতার চাদরে ডেকে রেখেছে প্রতারনার তরতাজা দেহ।
নতজানু বিবেকের পা চুষে চুষে
লুকোচুরি খেলে যায় সভ্য সমাজ।
মুখ ও কথার ব্যবধানে সংকটে সমাজ, সংকটে জাতী?
অনেক দূরে চলে এসেছি।
পুষিয়ে রাখা অবাঞ্ছিত বিবেক, মানবতা
যুগ যুগ ধরে এলকোহলের গ্লাসে বন্ধি।
এই সভ্য সমাজে,রাজনীতির কোলাহলে।
প্রতিক্ষণেই মুখে যত বলি সন্ধির প্রলাপ,
সভ্য মনের ভিতর জমা রেখে হাজারো পাপ।
অবিশ্বাসীদের বিশ্বাস করে
ভাইয়ের রক্তে রাজপথ রাঙিয়ে দিয়ে
লালা গালিচা বানিয়েছি সভ্যদের জন্য।
কতটুকু হিসেবের পর পাওয়ার দুঃখ বেদনা পরিমাপ করা যায়?
অন্তর জ্বালিয়ে পুড়ে ছাই হলে কি
শুদ্ধ হয়?
ফুলের সৌরভের ছোঁয়া লাগেনি বলে কি
বিমর্ষ হয়ে যাবে জীবন?
গ্রহণ কালের দুবৃত্ত সময়গুলো সব কিছু নষ্ট করে দিয়ে
বিষাক্ত নোংরামিগুলো সমাজের সভ্য শ্রেণীতে আসন পেতে বসেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন