শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

ধরে নাও এই মুহূর্তে জন্মালাম
একমাত্র আত্মার সঙ্গেই স্পর্শ পেয়েছি।
চিন্‌চিন্‌ করে উঠেছে বুকের ভিতর।
একটা ব্যথা... একটা আনন্দ...
আর একটা নিতান্তই অনুভব।
একলা একটা মানুষ একা একাই বড় হয়ে উঠল
ভিতরে ভিতরে।

ধরে নাও আত্মাটা নেই এখন,
একটা দেহ, একটু প্রাণ,
আর একটু নির্ভেজাল অঙ্ক।
যোগ দিতে দিতে বেড়ে যাচ্ছে কালির খরচ,
আর পাওনাটা বড় হয়ে উঠছে।
ধরে নাও এখন না আছে প্রাণ, না আছে দেহ
তাহলে যা রইল, ঠিক সেইটুকু নিয়ে
ভালবাসতে পারলে আমি মানুষ হব।
ধরে নাও আমি হব মানুষ তখন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন