সোমবার, ৪ জুলাই, ২০১৬

তোর স্বপ্নে আমি আর আমার স্বপ্নে তুই
শিরা উপশিরায় বাণ ডেকেছে নীরব নাহি রই
মৌচাকে মারিসনা ঢিল অন্ধ হয়ে যাবি
আগুন নিয়ে করিসনা খেলা পেয়েও হারাবি
সবাই তিল থেকে তাল হয় আমি তাল থেকে তিল
জ্যোৎস্না রাতের ফুলশয্যায় মিলন পূর্ণকাল
তাপ উত্তাপ সব শেষ, তৃষ্ণা রইল কেবল
তরল গরলে সুখ, কি আসল কিই বা নকল
কথার কথা কত কথা বলব সে কি আর কথা
পরিপূর্ণ ফুল হতে চাইলাম, হলাম কাঁটার ব্যাথা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন