বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

আমাকে তুই রাখবি ধরে পাখি ?
দিগন্ত নীল উজাড় করে ঢাল,
স্বপ্ন-ছায়া ভুল যদি হয় হোক
হারিয়ে যাক সান্ধ্য-স্রোতের কাল।
একলা আগুন এই দিয়েছি ঢেলে
তরল বলে ভাবিস অবহেলে,
সু-কান্ত তার দেখেই গেছিস গলে
মরলি পাখি, মরলি রে সব ফেলে।
আপন ঘরের ভিতর পানে দেখ
যাচ্ছে নিভে প্রদীপ, অন্ধকার।
এই সময়ে আপন ডানা মেলে
মাঝ আকাশে তৃষ্ণার এক আঁধার।
জানিস পাখি, আমার এক মন
আজ হারালো, ভিষন আপনজন
আপনি হারাই আপন ধুষর বুক
সেইখানে আজ বাঁধ-ভাঙা এক সুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন