বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

নদীর ঢেউয়ের মত কাঁপছে তোমার অধর
আমি বাজপাখি হতে চাই
একছুটে আনবো সেই পিঞ্জর , রক্তমাখা ঠোঁট
বুলিয়ে দেব তোমার কাঁপনধরা অধরে
তারপর ইতিহাস হয়ে বেঁচে থাকব আদি – অন্তহীন ।
পাহারের স্তন দেখছ? উচ্চাভিলাষী
আমি সেই স্তন ছুঁয়ে তোমায় পাবার অভিলাষে
মাকড়শার মত বুনবো লাল টুকটুকে বেনারসী
অতি স্পর্শকাতর যে স্থান সেখানে থাকবে তোমার স্পর্শ
ভালবাসতে – বাসতে আমি হব রাতজাগা ক্লান্ত চাঁদ
আর তুমি হবে ভোরের তাজা ফুটন্ত ফুল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন