শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

চোখের জল আজ মিশিয়ে দিলাম বৃষ্টিতে।
কাঁদতে পারি অঝোর ধারায়,
বৃক্ষমূলে কিম্বা ডগায়।
বৃষ্টি আমায় ভুলিয়ে দে ওই কথার কাঁটা,
বুক ফাটা যে অগ্নি ঝরে,
আদিম ইচ্ছে গুমরে মরে,
একলা চোখের জোয়ার ভাটায়
মিলিয়ে দে প্রাণ ভাসা আমায়।
বৃষ্টি রে তুই ঝরঝরিয়ে কাঁদা আমায়।
আজকে এমন বৃষ্টি ভিজে যে বুকে মুখ
লুকাতে চাই অন্য স্বাদে
সেই বুকে আজ পাথর আঁটা,
জংলা স্রোতে বৃষ্টি রে তুই
ভাসিয়ে দে সব সেখান হতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন