সোমবার, ৪ জুলাই, ২০১৬

আছ কিম্বা নেই
এই ভাবনার বুদবুদ নিয়ে
জেগে আছে শূন্যতার বুনিয়াদ...
কখনও জলের পাশে দাঁড়িয়ে পড়ছে
স্নানের ঘাট কাগজের নৌকার মত
ভাবনা ডুবজল বৈভব...
আবার কখনও সখনও জলকথারা
জাগিয়ে নিচ্ছে সময় তরঙ্গ
সাতসমুদ্র তের নদী...
তবু কোনো কথার কোনো মাথামুণ্ডু নেই
হাত-পা নেই হৃদয় ছাড়া...
দ্যাখো ঘুমের পাশে জেগে আছে অনির্বাণ
জোসনা জোসনা মানে চার দেওয়ালের
মায়া কুয়াশা দ্যাখা যায় না ওপারের নিঃস্বতাকেও...
যেমনটা বৃষ্টিবিম্বিত শহরে
তোমার মেরুদেশ যেমন করে মেঘের মত বাড়িঘর,
সুদৃশ অন্তরিক্ষ তুমি মানে শহর,
বহুতল অন্যমনস্কতা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন