মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

অন্ধকার থাক,
দিনের মতই, ফেরা যাক এইবার।
গোধূলিতে দেখেছি আলোক, নিভু-নিভু ভীরু
জলে ভেজা, বিস্বাদ দুই চোখ।
অন্ধকার নেমে এলো দিনের মতই।
এখনও চোখের কোণে কালিমার দাগ।
সে দাগ অন্য কারো চোখে যদি ছুঁই।
ভরাবে কেমন করে আলো ?
অন্ধকার দু-চোখেই রেখো
দিনের মতন।
চলো, ফেরা যাক এইবার
সমুদ্রের বেলাভূমি ধরে
অনিশ্চিত প্রবাল-সফরে
মূর্তিমান ভোরে
ওই দুই চোখের পাতায়,
হঠাত্‌ রাত্রি নেমে এলে
আবার এক ভোর সন্ধানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন