শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

রাত দিন,সপ্তাহ মাস বছর,
সূর্যাস্তের ক্ষণিক সময় নেওয়া
জ্যোৎস্নার বাগানে জোনাকির আত্মহত্যা,
চাঁদের জীবন নক্ষত্র বিতাড়িত করে,
সারারাত নির্ঘুম চোখ মেলে রয়েছি প্রতীক্ষায়।
ভোর হতেই আবার কীট পতঙ্গ, ভীমরুলের দল,
আবার শুরু করে।
প্রতীক্ষায় যায়...........
বাড়ে কীট পতঙ্গ, ভীমরুলের আনাগোনা।
বাড়ে প্রতীক্ষা।
ভালোবাসা মুক্তি পায় না।
ধুকে ধুকে ক্ষয় হয় তাঁর শ্বাসনালী,
নিষ্প্রাণ হয় ভালোবাসা।
আমার ভালোবাসার চারিপাশে
কীট পতঙ্গরা ডানা ঝাপটায়,
ভীমরুল ঘোরে পালে পালে,
বাগানের হাত থেকে ফসকে যায় ফুল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন