সোমবার, ২৫ জুলাই, ২০১৬

প্লাবন জলোচ্ছ্বাসে
অশান্ত ঢেউয়েরা ফণা তুলে,
শ্রাবনের সবুজ পাতার ক্রন্দন,
মেতে আছে সবে অশান্ত খেলায়,
অন্তবিহীন পথ পাড়ি দিয়ে দাঁড়িয়ে আছি।
আমি, শেষ গোধূলি বেলায়।
স্বপ্নের বিষাক্ত রঙে মিথ্যেরা গড়ে,
নরকের যাতনাময় প্রাসাদ,
ছিঁটকে পড়া জীবনে কিসের আস্বাদ?
অন্তহীন পথ শেষে দাঁড়িয়ে আছি
ভুল শুধরে নিলে আর কি থাকে বিবাদ?
ফিরে এসো, ফিরে এসো
না হয় সাথে নাও,
দুই হাত বাড়িয়ে আছি অনন্তকাল,
ফিরে এসো, তুমি ফিরে এসো,
অপেক্ষায় আমি,
প্রথম গোধূলি থেকে শেষ সকাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন