সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

গোধুলীর অস্তগামী সূর্যের পথ ধরে
আর কতদূরে সপ্তর্ষীর ঔজ্জ্বল্যতা
সেই ঈপ্সিত গন্তব্য?
রশ্মির আলো ক্ষীণ হয়ে দিকভ্রমের করে সৃষ্টি
এই বুঝি শেষ পথ -চলা, রাঙা চেতনায়
স্মৃতিভ্রমের খেয়ালী জড়তা ,স্তিমিত শিখায় লাগে
গরম হাওয়ার পরশ,অস্তাচলের আহ্বান
চিরন্তন আলিঙ্গনের প্রতীক্ষায়।
অচেতন দেহ অবুঝের মতো বিবর্ণ হয়ে যায়,
রঙধনুর বাহারি রংঙয়ের ধূসরতায়
যেখানে সীমান্ত শেষে নিশ্চল-হৃদয় টেনে চলে।

অশৈশব মিশেছিল নিসর্গ প্রেমে
হয়েছিলো শুরু সেই পথ চলা-
কৈশোর দুরন্ত তেজ নিয়ে যৌবনের দ্বারে
অচল ভাঙা হাঁটুতে অবিরাম চলা,
কামনা এনেছে বৈচিত্রের সম্ভার
কখনও বিতর্কিত কখনও সাহসের প্রতীক আবার
কখনও প্রেম দিয়ে সাজানো জমকালো ভালবাসা।
থামেনি তা আজও কঠিন গিরিশৃঙ্গে দূর্বল কোমড়ে
বন্ধুর পথে বিরামহীন যাত্রা কোন এক বিদগ্ধ
সময়ের টানে কোন এক বাস্তবতার তাগিদে
ঝরে পড়ে সব বসন্ত , থেমে যায় সব কুজন কাকলী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন