বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

ভুল করে ছুঁয়েছিলে ঝড়ো বাতাস,
কালো মেঘের ভিড়ে আমার আকাশ।
তোমার নীলেতে যখন মেঘ বাড়ে,
আমার বৃষ্টি তখন ঝরে মুষল ধারে।
মেঘে মেঘে ঘর্ষণে আগুন জ্বেলে,
মেঘের আড়ালে শূণ্যতা ডানা মেলে।
আমার বৃষ্টিতে আছে রিমঝিম ছন্দ,
তোমার মেঘেতে আছে ভালোবাসার গন্ধ।
সব কালো মেঘ দিলাম সরিয়ে,
বৃষ্টি নামাবো আজ নুপুর পরিয়ে।
আকাশে যত আলোর তোলপাড়
বেলা শেষে চাঁদকে কিছু দিও ধার।
শরৎ আর মেঘে আজ কত যে আপন,
অঝোর ধারায় বইছে নদীতে প্লাবন।
সবকিছু শোধ নেব সুদে আসলে
বৃষ্টিগুলো আজ তোমায় কি বলে?
পুবের আকাশে যখন মেঘতে কালো,
মর্মে মর্মে আমি জ্বেলেছি আলো।
ভুল করে কভু অনিদ্রিত চোখে,
আহত আমি আজ দিনের শোকে।
মেঘ চলে আসুক তোমর ঠিকানায়,
পরবাসী তোমার স্পর্শ আমার ডানায়।
ভুলে গেছো তুমি গত বর্ষার ছল,
চিনতে পারনি আজো আমার বৃষ্টির জল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন