রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

ডেকে এনে একে একে তুলে নেই মনে ,
জীবন পতাকার নিঃশব্দ উড়ানে
এগিয়ে দেই নতুনের আশ্বাস ।
যাবার আগে আর একবার এসে দাঁড়াই
খোলা আকাশের নিচে
পিছে পিছে আরো পিছে গিয়ে খুঁজি
নিকষ অন্ধকারে কিছু অরূপ রতন ।
যেখান এখনো ভেজা পাওয়া না পাওয়ার ওমে
একা একা বসে গোনা বিষণ্নতার আলোড়ন।
চেয়ে নিই-কুয়াশায় লিখে রাখা হৈমন্তিক কথা
যেন আশা নদী বাকেঁ বাঁকে পলি চরে ওড়া
এক ঝাঁক বালু হাঁসের নিস্ফল বারতা।
সময়ের পালকি দুলকি চালে ছুঁয়ে যায় রাজপথ
ঘর বাড়ি মাঠ ফেলে ।
ধীরে ধীরে আবছায়া চেনা গলি পথ;
হারাবার আগে আগে যেন দুহাত মেলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন